School Motto

1 B-Amtoli, Chirirbandar, Dinajpur
2 Ambari, Parbatipur, Dinajpur
3 Ambagan, Laxmitola, Sadar, Dinajpur

EMIS : 103041001 | EIIN-139331 | School Code - 9209

স্কুল চলাকালীন সময়: নার্সারি-কেজি (সকাল ৮:৩০-১০:৩০ পর্যন্ত); প্রথম-দ্বিতীয় (সকাল ১১:০০-বিকেল ০৪:০০ পর্যন্ত); তৃতীয়-দশম (সকাল ৮:৩০-বিকেল ০৪:০০ পর্যন্ত)।

Latest Notices: Education is the backbone of the nation.

News & Event


VIEW ALL


About
School Motto


একাইটিস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ চিরিরবন্দর, দিনাজপুরে অবস্থিত একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি গঠিত হয়েছে একটি স্বপ্ন থেকে—যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই নয়, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গুণাবলিতে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি সুশৃঙ্খল, নৈতিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলছে।

এই প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর পূর্ণ বিকাশ ঘটাতে হলে তাকে একটি নিরাপদ, ভালোবাসাময় এবং নিয়মতান্ত্রিক পরিবেশ দিতে হয়—আর একাইটিস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেটিই নিশ্চিত করে।

প্রতিষ্ঠানে দক্ষ, অভিজ্ঞ এবং মানবিক গুণসম্পন্ন শিক্ষকবৃন্দ পাঠদান করেন, যারা শুধু শ্রেণিকক্ষে নয়, বরং শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। এখানে আবাসিক শিক্ষাব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়নের পাশাপাশি আত্মশৃঙ্খলা ও নিজস্বতাবোধে উজ্জীবিত হয়। হোস্টেল, স্বাস্থ্যকর খাবার, চিকিৎসা সহায়তা ও সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এখানে পাঠ্যক্রমের বাইরে বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা ও অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখা হয়। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আরও দক্ষ হয়ে ওঠে।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুদূরপ্রসারী। আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাসরুম চালু করার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত আছে। অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা চালু করার পরিকল্পনাও রয়েছে।

এক কথায়, একাইটিস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বপ্নের নাম—যেখানে প্রতিটি শিক্ষার্থী আলোকিত ভবিষ্যতের পথে যাত্রা শুরু করে।

Notices

VIEW ALL

Message's


Calender
Website Total Visitor:     web counter
© 2025. Ganitik School and College Developed By GanitikTech